বহুদিন মৃত


বহুদিন মৃত
...........কাব্য

একে অন্যের ভিতর ঢুকিনি বহুদিন,
সে পথ ধরে হাঁটা হয় না জানো.!
আমি বহ্নিশিখার চঞ্চল ঢেউ,
ভালোবেসে আমি পুড়িনি বহুদিন!
একে অপরকে দেখি নি বহুদিন
মুগ্ধ হয় নি গভীর প্রেমে!
আমি তো ছড়ানো গোলাপ পাতা,
ভালোবাসা কেউ মাখে নি বহুদিন!.
আমি এক লেখা শেষের কবিতা,
আমাকে কেউ পড়ে নি বহুদিন!
আমি এক সেই নক্সী কাঁথা-
ভালোবেসে কেউ বোনে নি বহুদিন!!
পৃথিবীর আলো আমি মাখিনি বহুদিন,
আমি মুগ্ধ এক একলা গোধুলি!.
সরে যাওয়া সেই সূর্য প্রেমে-
মন খুলে আমি হাসি নি বহুদিন!!
একে অন্যের ভিতর ঢুকিনি বহুদিন,
পুড়িনি আমরা আমাদের আগুনে!
আমার পোড়ানো সাজানো স্বপ্ন,
নতুন স্বপ্ন আমি বুনি নি বহুদিন.!!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল