কাগজের সভ্যতা
..................কাব্য

বুক পকেট ভর্তি কাগজের শহরে
আজকাল সভ্যতা উঁকি মারে!
তোর হাতের মেহেন্দির শুকনো রঙে
জানান দেই হৃদয় কুঠরিতে!!
সভ্যতার কঙ্কাল!
আচ্ছা আমিও কি প্রেমিক হয়ে গেলাম!
প্রেমে পড়ে শুকনো পাতায় দিনগুনে,
আমিও কি স্তব্ধ হয়ে গেলাম তোর মতো!
তোর ঠোঁটের তিলটা আজকাল বড় মলিন,
মলিন তোর হৃদয়ের কাশফুলে আগমনী রং!
আমি আর পারছি না সত্যি
তোর কষ্টের রক্তে চান করতে!
তোর জমানো কবিতাগুলো আমি দেখি নি,
দেখি নি তোর শরীরের ভাঁজে থাকা লুকোনো প্রেম!
শুধু খুঁজেছি আর খুঁজে চলেছি তোর স্বপ্ন
তোর স্পর্শ অন্ধ প্রেমিকের মতো!
দিনে রাতে প্রতি গলিতে ফুটপাথে,
শুধু তোকে ছুঁতে চেয়েছি পাগলের মতো!
আয় আমার এই নোঙরা শহরে থাকা কষ্ট নগরীতে
দিয়ে যে আমায় তোর ইতিহাসের পাতাগুলো!
ধ্বংসস্তুপের মতো জমতে থাকুক সভ্যতা
আর নিয়ে যা জংলি হৃদয়ের; আদিম সভ্যতা!
সবুজে মোড়া কার্পেটে হেটে যা হাসির শহরে,
আমাকে একটু আদর করে যা!!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত