জানতে ইচ্ছে করে
জানতে ইচ্ছে করে
----------------কাব্য
যে নদী ,তপ্ত মরুর বুকে
বয়ে যেতে যেতে –
হারিয়েছে তার সুধার স্রোতের ধারা ;
তুমি কি তবু আশায় রবে
তার প্লাবনে ভেসে-
হবে নাকি ফের আকুল পাগল পারা ?
যে বৃক্ষ ,পাতা ভরা ডালে
ছায়া দিত তলে
সে গাছ আজ পাতাবিহীন কাষ্ঠপ্রায় ;
পাতা ভরে সে ডাল কবে
ফের ছায়া দেবে
তুমি কি রবে বসে সেদিনের আশায় ?
বলেছিলে,একলা ঘরে পথ চেয়ে রবে
তুমি, সারা জীবন ধরে ;
আজও কি সে কথা ভাব বসে নীরবে,
খুব জানতে ইচ্ছে করে !!
----------------কাব্য
যে নদী ,তপ্ত মরুর বুকে
বয়ে যেতে যেতে –
হারিয়েছে তার সুধার স্রোতের ধারা ;
তুমি কি তবু আশায় রবে
তার প্লাবনে ভেসে-
হবে নাকি ফের আকুল পাগল পারা ?
যে বৃক্ষ ,পাতা ভরা ডালে
ছায়া দিত তলে
সে গাছ আজ পাতাবিহীন কাষ্ঠপ্রায় ;
পাতা ভরে সে ডাল কবে
ফের ছায়া দেবে
তুমি কি রবে বসে সেদিনের আশায় ?
বলেছিলে,একলা ঘরে পথ চেয়ে রবে
তুমি, সারা জীবন ধরে ;
আজও কি সে কথা ভাব বসে নীরবে,
খুব জানতে ইচ্ছে করে !!
Comments
Post a Comment