কনফিউসড প্রেম

কনফিউসড প্রেম
.................কাব্য

পাঁচিলে পাঁচিলে গা ঘষাঘষি করে,
উঠে আসা তিক্ততায় প্রেম থাকে না!
বড় কনফিউসড প্রেম ট্রেন লাইন ধরে হাঁটতে থাকে,
মনের জানলার স্টেসন চেনে না!
নিরাসক্ত কোনো কাব্যর  অলিক ভাবনায় রাতপরি
হাসতে থাকে ,স্পর্শে থাকে না!
আচ্ছা কাব্য দের তো কাম থাকে না ,থাকে না সংসার
শুধু হাঁটতে থাকা পথের নাম থাকে না!
হামাগুড়ি দিয়ে চালের হাঁড়িতে শুন্য আকাশ,
আর থালায় ভাত থাকে না!!
জন্মাবার আগে কোনো জন্মস্থান ,কোনো সময় প্রেম
আসে যায় ,মনে থাকে না!
পথের উপর কুমড়োফুল  আর কচ্ছপ;
লুকোনো চলন্ত ভাষায় প্রাণ থাকে না!!
কিছু লতানো সময়ে ভরে উঠে দাঁড়ানো,
দৃষ্টি সঙ্গিন কোনো দাম থাকে না!
আজকাল পাঁচিলের পরে আবার পাঁচিল পিঠ ঠেকে যায়,
পালিয়ে যাওয়ার পথ থাকে না!
উঠে আসা মুখগুলো কত কালি আর গালাগালি,
সেই তিক্ততায় প্রেম থাকে না!
কনফিউসড প্রেম ট্রেন লাইন ধরে হাতে;
পাশের বস্তিতে প্রাণ থাকলেও ,প্রেম থাকে না!!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত