আগমনী বার্তা
আগমনী বার্তা
.............কাব্য
লজ্জার ডানা মেলে উড়ছে তোমার এলোচুল
চুলের স্পর্শ লেগে তোমার আদ্র ঠোঁটে!
তোমার নরম বুকে ডুবে যাচ্ছে
আমার আদরের চুমুক
এক কাপ চা আর তোমার ঠোঁটে!!
বাইরে শব্দরা সব জব্দ ভিতরে বন্দী,
এক একটা তীর সোজা আমার বুকে,
ছুটে যাচ্ছে ,ছুঁতে চাচ্ছে
তোমায় এ সময় ,,অসময়ে!
কিছু একটা কথা তোমায় বলতে চাইছে!
কানের কাছে ফিসফিস ,,শরীরের লোমকূপে
লেগে থাকা চটচটে ঘাম!!
কিছু একটা স্পর্শ কেন যেন জড়িয়ে যাচ্ছে,
লাফিয়ে যাচ্ছে মাথার ভিতর পোকারা;
তোমাকে আমার ভীষণ কাছে ডাকছে!
মাথায় সূর্য নিয়ে নিত্য পথে ঘাটে,
বস্তা পচা সম্পর্ক্যের বয়ে চলা!
রৌদ্র আসছে ,,,সব পুড়ছে
ভিতরে বাইরে এক চিত্কার
কে যেন তোমায় প্রিয় বলে ডাকছে!
আর আমি বলছি প্রেম আসছে
আসছে একবুক স্তব্ধতা নিয়ে চোরের মতো!
খুব ধীরে ,অন্তরে গভীরে
তোমায় ছুঁয়ে যাচ্ছে ,ভালবাসছে
আর প্রিয় বলে কাছে ডাকছে!!
.............কাব্য
লজ্জার ডানা মেলে উড়ছে তোমার এলোচুল
চুলের স্পর্শ লেগে তোমার আদ্র ঠোঁটে!
তোমার নরম বুকে ডুবে যাচ্ছে
আমার আদরের চুমুক
এক কাপ চা আর তোমার ঠোঁটে!!
বাইরে শব্দরা সব জব্দ ভিতরে বন্দী,
এক একটা তীর সোজা আমার বুকে,
ছুটে যাচ্ছে ,ছুঁতে চাচ্ছে
তোমায় এ সময় ,,অসময়ে!
কিছু একটা কথা তোমায় বলতে চাইছে!
কানের কাছে ফিসফিস ,,শরীরের লোমকূপে
লেগে থাকা চটচটে ঘাম!!
কিছু একটা স্পর্শ কেন যেন জড়িয়ে যাচ্ছে,
লাফিয়ে যাচ্ছে মাথার ভিতর পোকারা;
তোমাকে আমার ভীষণ কাছে ডাকছে!
মাথায় সূর্য নিয়ে নিত্য পথে ঘাটে,
বস্তা পচা সম্পর্ক্যের বয়ে চলা!
রৌদ্র আসছে ,,,সব পুড়ছে
ভিতরে বাইরে এক চিত্কার
কে যেন তোমায় প্রিয় বলে ডাকছে!
আর আমি বলছি প্রেম আসছে
আসছে একবুক স্তব্ধতা নিয়ে চোরের মতো!
খুব ধীরে ,অন্তরে গভীরে
তোমায় ছুঁয়ে যাচ্ছে ,ভালবাসছে
আর প্রিয় বলে কাছে ডাকছে!!
Comments
Post a Comment