সেদিন আমায় খুঁজবে
--------------------কাব্য
যেদিন আমি
মরে থাকবো পরে তোমার পথের ধারে,
সেদিন তুমি
বুঝবে মোরে খুঁজবে কাঁদবে বারে বারে!
বলবেনা কেউ
এস চাঁদনী রাতে গায়ে জোছনা মাখি,
কাজল দিয়ে
সাজিয়ে দিবে না কেউ ঐ দুটি আঁখি!
লিখবেনা কেউ
কবিতা মিশিয়ে তোমার মনের মাধুরী,
আমাকে ছাড়া
তোমার জীবন নির্লিপ্ত এবং আধুরী!
চিরদিন কাটবে
শুধু বেদনা বিধূর করুণার রুদ্ধ দ্বারে,
আমায় খুঁজে
নাপেয়ে জীবন ভরবে চির অন্ধকারে!!
--------------------কাব্য
যেদিন আমি
মরে থাকবো পরে তোমার পথের ধারে,
সেদিন তুমি
বুঝবে মোরে খুঁজবে কাঁদবে বারে বারে!
বলবেনা কেউ
এস চাঁদনী রাতে গায়ে জোছনা মাখি,
কাজল দিয়ে
সাজিয়ে দিবে না কেউ ঐ দুটি আঁখি!
লিখবেনা কেউ
কবিতা মিশিয়ে তোমার মনের মাধুরী,
আমাকে ছাড়া
তোমার জীবন নির্লিপ্ত এবং আধুরী!
চিরদিন কাটবে
শুধু বেদনা বিধূর করুণার রুদ্ধ দ্বারে,
আমায় খুঁজে
নাপেয়ে জীবন ভরবে চির অন্ধকারে!!
Comments
Post a Comment