অবুঝ ভালোবাসা
---------------কাব্য
বোঝাতে পারিনি তোমায়
ভালোলাগার কথা!
ইশারার ভাষাতে ভাঙ্গেনি
তোমার নিরবতা!
আমার তো সব কথাই
তোমার আছে জানা-
তবু আমি ছুতে পারিনি
তোমার মনের কোণা!
হয়ত বা আমার কথায়
জমেছে মনে বিরক্তি
কি করব বল, এ মনের
ভালোবাসা যে সত্যি!
তুমি তো কখনো চাও না
এমন তর খারাপ সাথী
‘ভালবাসি’ বলব না আর
হোক না যতই দুর্গতি!
বুকের মাঝে আফসোসের
জ্বলুক আমার মশাল;
তোমার জীবনে আলো থাক
আমি পুড়ি চিরকাল!!
---------------কাব্য
বোঝাতে পারিনি তোমায়
ভালোলাগার কথা!
ইশারার ভাষাতে ভাঙ্গেনি
তোমার নিরবতা!
আমার তো সব কথাই
তোমার আছে জানা-
তবু আমি ছুতে পারিনি
তোমার মনের কোণা!
হয়ত বা আমার কথায়
জমেছে মনে বিরক্তি
কি করব বল, এ মনের
ভালোবাসা যে সত্যি!
তুমি তো কখনো চাও না
এমন তর খারাপ সাথী
‘ভালবাসি’ বলব না আর
হোক না যতই দুর্গতি!
বুকের মাঝে আফসোসের
জ্বলুক আমার মশাল;
তোমার জীবনে আলো থাক
আমি পুড়ি চিরকাল!!
Comments
Post a Comment