প্রিয় তুমি ছুঁয়ে দিলেই
........................কাব্য
প্রিয় তুমি ছুঁয়ে দিলেই
বুঝি আছে শরীর,
বুঝি এখনো বেচে আছি,
বুকের বাঁ পাশে টের পাই নিখুঁত তালে নৃত্যরত কিছুর কম্পন!
প্রিয় তোমাকে যখনই দেখি
বুঝি আছে চোখ,
তুমি পাশে থাকলেই
বুঝি আমিও মানুষ পঞ্চইন্দ্রিয়ের!
প্রিয় তোমার অবজ্ঞা পাই বলেই
বুঝি সেই কিছুটা একটা হৃদয়,
অবিরত ক্ষতের জ্বালায় যেখানে জেগে উঠেনি প্রেম!
নীরবে বয়েছে নদী, সে কি অশ্রুর??
প্রিয় তুমি জান কি, তার সমুদ্র কতদূর??
........................কাব্য
প্রিয় তুমি ছুঁয়ে দিলেই
বুঝি আছে শরীর,
বুঝি এখনো বেচে আছি,
বুকের বাঁ পাশে টের পাই নিখুঁত তালে নৃত্যরত কিছুর কম্পন!
প্রিয় তোমাকে যখনই দেখি
বুঝি আছে চোখ,
তুমি পাশে থাকলেই
বুঝি আমিও মানুষ পঞ্চইন্দ্রিয়ের!
প্রিয় তোমার অবজ্ঞা পাই বলেই
বুঝি সেই কিছুটা একটা হৃদয়,
অবিরত ক্ষতের জ্বালায় যেখানে জেগে উঠেনি প্রেম!
নীরবে বয়েছে নদী, সে কি অশ্রুর??
প্রিয় তুমি জান কি, তার সমুদ্র কতদূর??
Comments
Post a Comment