আসলে এভাবেই হেরে যেতে হয়
...............কাব্য
হারার কিছু নেই ,সবটুকু স্পর্শ
হাত ছেড়ে দেওয়ার পরে একটা ঝিম ভাব!
ভোলার প্রতিযোগিতায় আমি হারবো আমি জানতাম
তুমি জিতছো ,আর জিতে যাবে;
দেশলাইয়ের শেষ টুকু ছাই
মিশে যাবে ,মিশে যেতে হয়!!
নিয়মগুলো বানানো বোধ হয় ঈশ্বরের হাতে
হারার পর জীবন হেরে যেতে হয়!
তোমার পথে হোক পুষ্প বৃষ্টি
গলায় ঝুলুক জিতে যাওয়ার মেডেল!
আমার শুধু এক পশলা বৃষ্টি
হারার যন্ত্রনায় ,হেরে যাওয়ার লেবেল!!
...............কাব্য
হারার কিছু নেই ,সবটুকু স্পর্শ
হাত ছেড়ে দেওয়ার পরে একটা ঝিম ভাব!
ভোলার প্রতিযোগিতায় আমি হারবো আমি জানতাম
তুমি জিতছো ,আর জিতে যাবে;
দেশলাইয়ের শেষ টুকু ছাই
মিশে যাবে ,মিশে যেতে হয়!!
নিয়মগুলো বানানো বোধ হয় ঈশ্বরের হাতে
হারার পর জীবন হেরে যেতে হয়!
তোমার পথে হোক পুষ্প বৃষ্টি
গলায় ঝুলুক জিতে যাওয়ার মেডেল!
আমার শুধু এক পশলা বৃষ্টি
হারার যন্ত্রনায় ,হেরে যাওয়ার লেবেল!!
Comments
Post a Comment