স্মৃতিচিহ্ন
...............কাব্য
মৃত ক্রন্দন শুনা যায়
ঐ পাশের পুর্ব কোণের বাড়ী,
সমুদ্দুরের ঢেউয়ের মতো
মনের উপকূলে
আছঁড়ে পড়ে শোক
কত নিস্তব্ধ আহাজারি!
ভেসে আসে টুকরো টুকরো
স্মৃতি, আনন্দ, কণ্ঠস্বর,
এই মেঠো পথ ধরে প্রতিদিন
হেঁটে যাওয়া গোধূলি বেলার পর!
জন্ম থেকে কৈশোর
যৌবন থেকে বার্ধক্য
নেমে আসে শেষ নি:শ্বাস!
কবে চলে যাব?
কবে বলে যাব?
একটুখানি নেই বিশ্বাস!
কাফনে ডেকে দিয়েছি কত প্রিয়মুখ,
কত দিন দেখা হয়না
আলো নিভে যাওয়া চোখ,
ডাকি তবুও সাড়া নেই
ফেরার বোধহয় তাড়া নেই,
স্মৃতিগুলো বাড়ে রোজ
স্মৃতিচিহ্নে প্রিয় নিখোঁজ!
আর কি শুনা যাবেই না কণ্ঠস্বর?
জ্বলবে না টাংস্টেন বাতি,
ধুলো জমবে স্বপ্নদৈর্ঘ্যে
জাগব না পূর্ণদৈর্ঘ্য রাতি!!
...............কাব্য
মৃত ক্রন্দন শুনা যায়
ঐ পাশের পুর্ব কোণের বাড়ী,
সমুদ্দুরের ঢেউয়ের মতো
মনের উপকূলে
আছঁড়ে পড়ে শোক
কত নিস্তব্ধ আহাজারি!
ভেসে আসে টুকরো টুকরো
স্মৃতি, আনন্দ, কণ্ঠস্বর,
এই মেঠো পথ ধরে প্রতিদিন
হেঁটে যাওয়া গোধূলি বেলার পর!
জন্ম থেকে কৈশোর
যৌবন থেকে বার্ধক্য
নেমে আসে শেষ নি:শ্বাস!
কবে চলে যাব?
কবে বলে যাব?
একটুখানি নেই বিশ্বাস!
কাফনে ডেকে দিয়েছি কত প্রিয়মুখ,
কত দিন দেখা হয়না
আলো নিভে যাওয়া চোখ,
ডাকি তবুও সাড়া নেই
ফেরার বোধহয় তাড়া নেই,
স্মৃতিগুলো বাড়ে রোজ
স্মৃতিচিহ্নে প্রিয় নিখোঁজ!
আর কি শুনা যাবেই না কণ্ঠস্বর?
জ্বলবে না টাংস্টেন বাতি,
ধুলো জমবে স্বপ্নদৈর্ঘ্যে
জাগব না পূর্ণদৈর্ঘ্য রাতি!!
Comments
Post a Comment