প্রিয় বলে ডাকবো
প্রিয় বলে ডাকবো
...................কাব্য
প্রিয় বলে ডাকলে কি হবে
সমুদ্রের সব ঢেউগুলো আমার জামার বোতাম ছিঁড়ে
আমার বুকে আছড়ে পড়বে!
আর আমি যদি তখন ভেসে যায়
তখন সমুদ্রের মাঝে কাকে খুঁজবি তুই!!
প্রিয় বলে যদি তোকে ডাকি
তবে রৌদ্র দিনে মেঘলা হবে!
ব্যস্ত সড়ক এই পথঘাট সব এক হাঁটু জল
তখন কি হবে,
আমার ভীষণ কষ্ট হবে!
প্রিয় বলে তোকে ডাকলে
এই পৃথিবীর দরজাগুলো খুলে যাবে!
খুলে যাবে আড়ালে থাকা দর্পগুলো
তখন কি হবে
সেই তো প্রতিবাদী মিছিল!!
প্রিয় বলে তোকে ডাকবো
যখন আকাশের চাঁদ তোর কপালে
আমি টি দিয়ে যাব!
তখন কিছু হবে না
আমি আর তুই একে অপরের ভিতরে ঢুকে যাব!!
প্রিয় বলে তোকে ডাকব নিশ্চয়
যখন শব্দরা সব নিস্তব্ধ হবে!
যখন আলো অন্ধকারে গোধুলির পৃথিবীতে
তখন কিছু হবে না
শুধু আদর আর আদর ছাড়া!!
...................কাব্য
প্রিয় বলে ডাকলে কি হবে
সমুদ্রের সব ঢেউগুলো আমার জামার বোতাম ছিঁড়ে
আমার বুকে আছড়ে পড়বে!
আর আমি যদি তখন ভেসে যায়
তখন সমুদ্রের মাঝে কাকে খুঁজবি তুই!!
প্রিয় বলে যদি তোকে ডাকি
তবে রৌদ্র দিনে মেঘলা হবে!
ব্যস্ত সড়ক এই পথঘাট সব এক হাঁটু জল
তখন কি হবে,
আমার ভীষণ কষ্ট হবে!
প্রিয় বলে তোকে ডাকলে
এই পৃথিবীর দরজাগুলো খুলে যাবে!
খুলে যাবে আড়ালে থাকা দর্পগুলো
তখন কি হবে
সেই তো প্রতিবাদী মিছিল!!
প্রিয় বলে তোকে ডাকবো
যখন আকাশের চাঁদ তোর কপালে
আমি টি দিয়ে যাব!
তখন কিছু হবে না
আমি আর তুই একে অপরের ভিতরে ঢুকে যাব!!
প্রিয় বলে তোকে ডাকব নিশ্চয়
যখন শব্দরা সব নিস্তব্ধ হবে!
যখন আলো অন্ধকারে গোধুলির পৃথিবীতে
তখন কিছু হবে না
শুধু আদর আর আদর ছাড়া!!
Comments
Post a Comment