আরো দুরে
আরো দুরে
............কাব্য
রাত্রি তোমার নৌকায় পাল লাগা
নেমে যাক খুব গভীরে পথ চলা,
আকুল হৃদয়ে তোমার পথ দেখা
আর কতো কি বাকি আছে বলা!
বুক চিতিয়ে তোমার আঁচলে ফাঁকি
সত্যি বলো চিনে নিলে নাকি।
উদ্দাম উরুর ,ঠোঁটটা তোমার ভ্রুয়ে
মনে করো না দিচ্ছি তোমায় ফাঁকি!
আল্পনা সব জল্পনা নয় জেনো
আমায় তুমি আপন করে রেখো।
রাত না আসুক সূর্য সকাল আঁকি
সূর্য টাকে হৃদয়ে লুকিয়ে দেখো!
আমি না হয় সকাল বেলার পাখি
বৃষ্টি ভেজা তপ্ত তোমার ঠোঁটে;
জীবন যখন পাতার মত ওড়ে
একলা সময় তোমায় জড়িয়ে কাটে!
এমন অনেক কবিতা দেবো লিখে
সকাল আলোয় তোমার শাড়ির ভাঁজে .
মন্দ বলুক সবাই আমায় যদি
তুমি না বোলো আমি ভীষণ বাজে!
রাত্রি তোর ছোটো ভীষণ ডিঙ্গি
জীবনটা যে সাগর তৃষ্ণা যেন।
ভুল বুঝো না এমন করে হৃদয়
দুরে আছো আরো দুরে কেন!
............কাব্য
রাত্রি তোমার নৌকায় পাল লাগা
নেমে যাক খুব গভীরে পথ চলা,
আকুল হৃদয়ে তোমার পথ দেখা
আর কতো কি বাকি আছে বলা!
বুক চিতিয়ে তোমার আঁচলে ফাঁকি
সত্যি বলো চিনে নিলে নাকি।
উদ্দাম উরুর ,ঠোঁটটা তোমার ভ্রুয়ে
মনে করো না দিচ্ছি তোমায় ফাঁকি!
আল্পনা সব জল্পনা নয় জেনো
আমায় তুমি আপন করে রেখো।
রাত না আসুক সূর্য সকাল আঁকি
সূর্য টাকে হৃদয়ে লুকিয়ে দেখো!
আমি না হয় সকাল বেলার পাখি
বৃষ্টি ভেজা তপ্ত তোমার ঠোঁটে;
জীবন যখন পাতার মত ওড়ে
একলা সময় তোমায় জড়িয়ে কাটে!
এমন অনেক কবিতা দেবো লিখে
সকাল আলোয় তোমার শাড়ির ভাঁজে .
মন্দ বলুক সবাই আমায় যদি
তুমি না বোলো আমি ভীষণ বাজে!
রাত্রি তোর ছোটো ভীষণ ডিঙ্গি
জীবনটা যে সাগর তৃষ্ণা যেন।
ভুল বুঝো না এমন করে হৃদয়
দুরে আছো আরো দুরে কেন!
Comments
Post a Comment