তুমি ভালো থাকবে তো
তুমি ভালো থাকবে তো
........................কাব্য
নিরীহ অনুক্ষণ ,,দুরবীন দিয়ে দেখবো তোমায়
আমার প্রেমের কোনো রং নেই ,গড়ন নেই
শুধু সর্বগ্রাসী প্রেম তোমার সর্বনাশ প্রিয়!
ভালোভাবে ভেবেছো আগে ,
আমার প্রেমের শরীর নেই!
শুধু এক অদ্ভুত পাগলামী যা তোমায় জড়িয়ে,
তুমি সেই মিশরের পিরামিড!
চারপাশে বালি আর বালি ,ছড়ানো উষ্ণতা
আর আকাশ ছোঁয়া এক চাহিদা!
যা খারাপ হতে পারে না,
পারে না হতে আমার অন্তর দহন!
পাশা পাশি রাখা দুটো তৃষ্ণা
একটা বড় দরজা যার ওপাশে আলো,
সেই আলোয় ছড়ানো তৃষ্ণা
ভালো থাকার ,সাথে থাকার!
একটা আশ্রয় ,একসাথে স্বপ্ন দেখার,মিথ্যা নয় কিছু!
আর কিছু নয় দরজার ওপারে ভালো থাকাটুকু,
জীবনের সাথে জীবন জড়িয়ে যাওয়াটুকু!
দেখলাম দুরবীন দিয়ে কিছুটা দুরত্বে,
যেখানে রাখা স্বপ্নের ঘর ,আর এক মুঠো ভালো থাকা,
প্রিয় তুমি ভালো থাকবে তো!
........................কাব্য
নিরীহ অনুক্ষণ ,,দুরবীন দিয়ে দেখবো তোমায়
আমার প্রেমের কোনো রং নেই ,গড়ন নেই
শুধু সর্বগ্রাসী প্রেম তোমার সর্বনাশ প্রিয়!
ভালোভাবে ভেবেছো আগে ,
আমার প্রেমের শরীর নেই!
শুধু এক অদ্ভুত পাগলামী যা তোমায় জড়িয়ে,
তুমি সেই মিশরের পিরামিড!
চারপাশে বালি আর বালি ,ছড়ানো উষ্ণতা
আর আকাশ ছোঁয়া এক চাহিদা!
যা খারাপ হতে পারে না,
পারে না হতে আমার অন্তর দহন!
পাশা পাশি রাখা দুটো তৃষ্ণা
একটা বড় দরজা যার ওপাশে আলো,
সেই আলোয় ছড়ানো তৃষ্ণা
ভালো থাকার ,সাথে থাকার!
একটা আশ্রয় ,একসাথে স্বপ্ন দেখার,মিথ্যা নয় কিছু!
আর কিছু নয় দরজার ওপারে ভালো থাকাটুকু,
জীবনের সাথে জীবন জড়িয়ে যাওয়াটুকু!
দেখলাম দুরবীন দিয়ে কিছুটা দুরত্বে,
যেখানে রাখা স্বপ্নের ঘর ,আর এক মুঠো ভালো থাকা,
প্রিয় তুমি ভালো থাকবে তো!
Comments
Post a Comment