আমাকে চেনো

আমাকে চেনো
..............কাব্য

আমাকে চেনো জন কলরব
অতি সাধারণ জীবন যাপন!
সদ্য পড়া গ্রীষ্মের রাস্তায় পাঁপড় ভাজা,
সদ্য জাতের মুখে লাগা যুগের হাওয়া!
ঠান্ডা কুল্ফিতে চোখ ,ঠান্ডা চোখ
শরীর চাটা বিছানার চাদর!
আর জন কলরব ,ব্যস্ত শহর
ব্যস্ত শব্দের চলার বহর!
আর কি আমাকে চেন প্রেম
মুড়ি মুরকির একই দর!
এই আদর ,আর এই শহর
চেনা বৃষ্টিতে কাক ভেজা!
ভিজে পথঘাট ভিজে মুখে ঘাম
নিষ্পাপ কম বিশাল  দাম!
সিগারেটে ঠোঁট প্রেমিকের ঠোঁট
অনাহারে হৃদয় স্মৃতির মোট!
সামনে আগুন ,আগুনে জীবন
দর্শক আর ধর্ষক জীবন!
বিবেক বাটিতে পচাগলা ভাত
মাথায় ঘুরছে বড় বড় বাত!
আমাকে চেনো জনসাধারণ
আরো সাধারণ অন্ধকার রাত!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত