এক ফালি প্রেম
এক ফালি প্রেম
...............কাব্য
এক ফালি চাঁদ তুই আমায় দে
দিতে দে তোর প্রেমের আলোয় চুমুক!
তোর ঠোঁটে ঠোঁট ভিজিয়ে
হতে দে আমায় তোর নেশায় কামুক!
আমি যদি হয় সন্ধ্যে রঙের তারা
তোর অঙ্গে লাগুক আমার হর্ষ!
চল যদি চাস সব পেড়িয়ে তবে
কাটুক সময় হাজার আলোকবর্ষ!
তোর বুকেতে আমার প্রেমের আবির,
আজ না হোক কাল তো আমার হবি!
সেই রঙেতে বুকের রক্ত ফ্যাকাসে,
আমি হব তবে তোর সপ্নে কবি!
কাল সে আশার আজকে আসুক কাছে,
জোত্স্না আমায় জড়িয়ে ধরে হাসে!
কেউ না থাকুক জোত্স্নায় যায় ভেসে,
এই পৃথিবী তোমায় ভালোবেসে!
এক ফালি প্রেম চাঁদ তুই আমায় দে,
আমি না হয় এই পৃথিবীর মাটি!
তোর পিছনে সূর্য্য আছে বলে
এই মাটিতে আশার জোনাকি বাতি!!
...............কাব্য
এক ফালি চাঁদ তুই আমায় দে
দিতে দে তোর প্রেমের আলোয় চুমুক!
তোর ঠোঁটে ঠোঁট ভিজিয়ে
হতে দে আমায় তোর নেশায় কামুক!
আমি যদি হয় সন্ধ্যে রঙের তারা
তোর অঙ্গে লাগুক আমার হর্ষ!
চল যদি চাস সব পেড়িয়ে তবে
কাটুক সময় হাজার আলোকবর্ষ!
তোর বুকেতে আমার প্রেমের আবির,
আজ না হোক কাল তো আমার হবি!
সেই রঙেতে বুকের রক্ত ফ্যাকাসে,
আমি হব তবে তোর সপ্নে কবি!
কাল সে আশার আজকে আসুক কাছে,
জোত্স্না আমায় জড়িয়ে ধরে হাসে!
কেউ না থাকুক জোত্স্নায় যায় ভেসে,
এই পৃথিবী তোমায় ভালোবেসে!
এক ফালি প্রেম চাঁদ তুই আমায় দে,
আমি না হয় এই পৃথিবীর মাটি!
তোর পিছনে সূর্য্য আছে বলে
এই মাটিতে আশার জোনাকি বাতি!!
Comments
Post a Comment