প্রেমের স্পর্শে
প্রেমের স্পর্শে
..... .......কাব্য
যারা প্রেমে পড়েছেন ,তাদের বলা,
তোমাদের নীল রঙের স্বপ্নের থলির ইচ্ছাগুলোর
জন্ম মৃত্যু না চাইলে এমন করবেন না!
যদি অন্তরের সম্পদের মানহানি না চান,
তবে প্রেম স্পর্শ করবেন না!
শোনা কথা তবু বলি
প্রেমের রূপে মুগ্ধ হবেন স্বাবাভিক,
কিন্তু দয়া করে হৃদয়ে গ্রহণ করবেন না!
সেদিন অমুক দেশের কোনো নাগরিক একি ভুলে
মৃত্যু দন্ড নিলেন!
সবাই দেখলো ,বুঝলো ,ভাবলো
আর ভুলে গেল!
এমন হয় কারণ প্রেম স্বপ্নময়,
এমন হয়ে থাকে কারণ প্রেম ছলনাময়!
ভাবছেন বোধহয় আমি পাগল,
হা হা সত্যি তো আমি পাগল,
কারণ প্রেম করলে পাগল হওয়া স্বাবাভিক!!
..... .......কাব্য
যারা প্রেমে পড়েছেন ,তাদের বলা,
তোমাদের নীল রঙের স্বপ্নের থলির ইচ্ছাগুলোর
জন্ম মৃত্যু না চাইলে এমন করবেন না!
যদি অন্তরের সম্পদের মানহানি না চান,
তবে প্রেম স্পর্শ করবেন না!
শোনা কথা তবু বলি
প্রেমের রূপে মুগ্ধ হবেন স্বাবাভিক,
কিন্তু দয়া করে হৃদয়ে গ্রহণ করবেন না!
সেদিন অমুক দেশের কোনো নাগরিক একি ভুলে
মৃত্যু দন্ড নিলেন!
সবাই দেখলো ,বুঝলো ,ভাবলো
আর ভুলে গেল!
এমন হয় কারণ প্রেম স্বপ্নময়,
এমন হয়ে থাকে কারণ প্রেম ছলনাময়!
ভাবছেন বোধহয় আমি পাগল,
হা হা সত্যি তো আমি পাগল,
কারণ প্রেম করলে পাগল হওয়া স্বাবাভিক!!
Comments
Post a Comment