কাঙালী প্রেম

কাঙালী প্রেম
............কাব্য

কি পাঠালি আমাকে ছোটো খামে ভরে,
তোর ঠোঁট দুটো ,
ভীষন মিষ্টি ছিল ওটা!
কি দেখলি তোর চোখ দিয়ে আমাকে,
ভিষণ সপ্নিল ছিল ওটা!
আচ্ছা বলতো তোর গায়ের গন্ধের রং কেমন,
কেমন তোর গভীর হৃদয়ের পথ!
কত দূর যেতে হবে সেটা ছুঁতে
একটু বলে দে ঠিকানাটা তোর হৃদয়ের
আমার হৃদয় ছুটবে তোকে পেতে!
কি পাঠালি তুই আমাকে একটা হৃদয়,
একটা স্পর্শ খুব গভীরে এই খামে!
একটা স্বপ্নের রং  তোর আকাশে,
আর আমার তো সবটাই খালি,
প্রিয় তুই জানিস ভালোবাসা চোরা বালি!
ডুবতে হবে হাত ধরে একসাথে ,একক্ষণে
কি রে পারবি তো ?
পারবি তো আমার হাত ধরতে
পারবি তো আমার গভীরে আসতে,
বলনা প্রিয় পারবি তো আমায় ভালোবাসতে!
আজ থাক এতটুকু তোর স্পর্শ
মানে না জানিস ,আমার সবটাই চাই!
তবু বলি ,হাসতে থাকি মনে
জানিস এ মন তোকে আরো ভালোবাসতে চাই ,
পারবি তো প্রিয় তুই ভালোবাসতে আমার মত!!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত