ছায়া যুদ্ধ
ছায়া যুদ্ধ
...........কাব্য
অন্তর্বর্তী কোনো ছায়া যুদ্ধ
কেন জানি আজকাল যুদ্ধ শব্দটা খুব সহজে সময়ের পাতায়!
ফোঁটা ফোঁটা রক্ত ,এদিকে ওদিকে ছড়ানো বডি,
অসংখ্য হাড়গোড় বেড়োনো সমাজ!
রিমেকের হিড়িক,
আমাদের আর নতুন কিছু কি করার নেই ?
কিছুটা এগিয়ে গেলে সুদিনদার চায়ের দোকান,
জানতে ইচ্ছে করে চায়ের দোকানের মালিকের নাম সুদিন কেন ?
নরেন্দ্র হতেই পারে!
একদল কুকুর সময়ের রাস্তায় সহবাস করছে ,ঝগড়াও,
আচ্ছা মেয়ে কুকুরগুলো এমন সস্তা কেন ?
সকলের সাথেই চলে যাচ্ছে!
হাজারো রাস্তা ,হাজারো তার নাম ,তার দিশা,
প্রতিটা রাস্তার শেষে বিভ্রান্তিকর অদ্ভুত রঙিন মলাট!
বিষয়বস্তুর নাম কি আশ্চর্য একটা যুদ্ধ যুদ্ধ খেলা চলছে
অথচ সবাই আড়ালে!
অন্তর্বর্তী কোনো ছায়া যুদ্ধ
আমার শব্দরা ক্রমশ দুর্বোধ্য কোনো সময়ের কফিন!
কারণ আমি জানি কলমই যুদ্ধের শেষ অস্ত্র ,
মৃত্যুর আগে মানুষের লড়াইগুলো যে টুঁটি চেপে ধরছে সময়!
এই যুদ্ধের অস্থিরতায় বেড়ে যাচ্ছে,
মানুষের ভাতের কান্না আর ভালোবাসার রোগ!!
...........কাব্য
অন্তর্বর্তী কোনো ছায়া যুদ্ধ
কেন জানি আজকাল যুদ্ধ শব্দটা খুব সহজে সময়ের পাতায়!
ফোঁটা ফোঁটা রক্ত ,এদিকে ওদিকে ছড়ানো বডি,
অসংখ্য হাড়গোড় বেড়োনো সমাজ!
রিমেকের হিড়িক,
আমাদের আর নতুন কিছু কি করার নেই ?
কিছুটা এগিয়ে গেলে সুদিনদার চায়ের দোকান,
জানতে ইচ্ছে করে চায়ের দোকানের মালিকের নাম সুদিন কেন ?
নরেন্দ্র হতেই পারে!
একদল কুকুর সময়ের রাস্তায় সহবাস করছে ,ঝগড়াও,
আচ্ছা মেয়ে কুকুরগুলো এমন সস্তা কেন ?
সকলের সাথেই চলে যাচ্ছে!
হাজারো রাস্তা ,হাজারো তার নাম ,তার দিশা,
প্রতিটা রাস্তার শেষে বিভ্রান্তিকর অদ্ভুত রঙিন মলাট!
বিষয়বস্তুর নাম কি আশ্চর্য একটা যুদ্ধ যুদ্ধ খেলা চলছে
অথচ সবাই আড়ালে!
অন্তর্বর্তী কোনো ছায়া যুদ্ধ
আমার শব্দরা ক্রমশ দুর্বোধ্য কোনো সময়ের কফিন!
কারণ আমি জানি কলমই যুদ্ধের শেষ অস্ত্র ,
মৃত্যুর আগে মানুষের লড়াইগুলো যে টুঁটি চেপে ধরছে সময়!
এই যুদ্ধের অস্থিরতায় বেড়ে যাচ্ছে,
মানুষের ভাতের কান্না আর ভালোবাসার রোগ!!
Comments
Post a Comment