জীবন্ত কৌতুক

জীবন্ত কৌতুক
...............কাব্য

জীবন্ত যাতনার একটা গল্প আছে,
যখন ঢুকে যায় গরম লোহা অনেক ভিতরে!
কিংবা গায়ে ঝরে পড়তে থাকে লালচে সীসে,
তখন পুড়ে যায় অতি প্রিয় জীবন!
নীল আভায় রাঙানো প্রাগৈতিহাসিক সমুদ্রে
যদি মেশে জ্বলন্ত লাভা
মেশে কতটুকু ,পোড়ে জীবন তার থেকে বেশি!
জীবাশ্মের গায়ে লেগে থাকা ডিএনএ জানান দেয়,
আজকের বিশেষ খবর
একটা জীবন ফুরিয়ে যায় বা বেঁচে যায়,
কিন্তু আসল কথা কার কি এসে যায়!
যা পুড়ছে তাকে পুড়তে দেও
যে মরছে তাকে মরতে দেও!
জীবন বাঁচবে না , না বাঁচুক
প্রতিবাদী মিছিলের সামনে দাঁড়িয়ে!
বোবা সভ্যতা জ্বলে মরুক
মাথা ঠুকুক আমাদের রক্তে আবার থুথু!
শান্তি দেও ,শান্তি দেও ,শান্তি দেও ...........
জীবন্ত যাতনার মাঝের কথাটুকু বলা হলো,
শেষ হলো না অভিশপ্ত জ্বলন্ত পুড়তে থাকা!
নটে গাছ মুড়তে মুড়তে পুড়ে গেলো,
হলো না এ জীবনে বেঁচে থাকা!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত