ফিরব'ই তোমাতে

ফিরব'ই তোমাতে
.....................কাব্য

আমি ঠিক তোমাতে'ই ফিরব
শীতের কুঁয়াশা ডাকা ভোরেকিংবা
গ্রীস্মের দুপুরের অশান্ত দাবদাহে
ফিরবই তোমাতে !
হোক না সেটা শরতের
মেঘহীন আকাশ !
বর্ষার দু'কুল ভাসিয়ে
ছুটে চলা অশান্ত জলরাশী
কালবৈশাখীর দমকা বাতাস !
কিংবা বসন্তে ছেয়ে যাওয়া
মুকুঁলের মৌ মৌ গন্ধে
ঠিক তোমাতে'ই ফিরব !
হেমন্তের নবান্ন উৎসবে
আকা-বাঁকা মেঠো পথ ধরে
সীমান্তের পর সীমানা পেরিয়ে
তারপর একদিন;
নস্টালজিয়ায় ফিরব'ই তোমাতে!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত