তোমার শব্দগুলো জুড়ে একটা কবিতা লিখতে চাই প্রিয়,
আর তো কিছু পারি না আমি!
অন্ধকার পর্দার মুখোমুখি দাঁড়িয়ে অজস্র কালচিত্র,
আবিষ্কার শুধুই আর্দ্রতা সূত্র!
আর  তো কিছুই পারি না
ভালো চাওয়া  ছিনিয়ে এনে চোখে তুলে ধরা, কাস্তে ,হাতুড়ি ,তারা
শ্রমিকের মানদণ্ড!
গোপন ইশারা,
তোমার বুকের লুকোনো তিলে আশ্চর্য তারিখ,
না ভালোবাসি বলতে পারি না প্রিয়,
তোমার মস্তিস্ক নিউরনে স্নায়ু যুদ্ধের ছন্দপতন,
আয়নায়  লাগানো ঠোঁট!
বারংবার বম্বিং ,
আকাশ থেকে নেমে আসা অসংখ্য আশীর্বাদ,
সময়ের নীতিতে ঝিমিয়ে  পড়া ভ্রূণ মৃত্যু,
সময় এগোচ্ছে প্রিয়!
তোমার অবয়ব জুড়ে শুধু এতটুকু ভালো চাওয়া,
আর তো কিছু পারি না  আমি!
সময়ের কালো পর্দার ওপারে সবটাই আগন্তুক,
আবিষ্কার শুধু নতুন সময় প্রিয়!!

..............কাব্য

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত