ভালোবাসার টুকরোগুলো
ভালোবাসার টুকরোগুলো
............................কাব্য
ভালোবাসার টুকরোগুলি খুঁজে ফিরিস তুই,
জীবনের পাতার অর্থগুলো ভুলে গেলি তুই!
তুই তো শ্রাবনের ধারা
তুই এক বিশাল ইচ্ছা আকাশ!
কেমনে বলি মন পাখি আমার হৃদয়ে তুই!
আমি এক পথিক অন্ধকারে
ভিজতে থাকি প্রেমে!
শ্রাবন সে হোক ,বৃষ্টি ধারা
যায় না সময় থেমে!
চলতে থাকে চলার পথে
পথের কোনে আলো!
সেই আলোতে মনের পাখি
বাঁচতে লাগে ভালো!
আমার প্রেমের অর্থগুলোর জটিলতর ভাষা;
সেই ভাষাতে বলতে গেলে মিথ্যা ভালোবাসা!
জ্যান্ত ডাঙায় আমি তুমি
মনের কোনে আশা,
জীবন চলে আশা নিয়ে সঙ্গে ভালোবাসার!
............................কাব্য
ভালোবাসার টুকরোগুলি খুঁজে ফিরিস তুই,
জীবনের পাতার অর্থগুলো ভুলে গেলি তুই!
তুই তো শ্রাবনের ধারা
তুই এক বিশাল ইচ্ছা আকাশ!
কেমনে বলি মন পাখি আমার হৃদয়ে তুই!
আমি এক পথিক অন্ধকারে
ভিজতে থাকি প্রেমে!
শ্রাবন সে হোক ,বৃষ্টি ধারা
যায় না সময় থেমে!
চলতে থাকে চলার পথে
পথের কোনে আলো!
সেই আলোতে মনের পাখি
বাঁচতে লাগে ভালো!
আমার প্রেমের অর্থগুলোর জটিলতর ভাষা;
সেই ভাষাতে বলতে গেলে মিথ্যা ভালোবাসা!
জ্যান্ত ডাঙায় আমি তুমি
মনের কোনে আশা,
জীবন চলে আশা নিয়ে সঙ্গে ভালোবাসার!
Comments
Post a Comment