নতুন কিছু না

নতুন কিছু না
.............কাব্য

হাফ শার্ট লিটল ম্যাগের প্রথম পাতা,
প্রেম সে তো মধুর ,কভু কাছে কভু শুধু
আজব তান্ডব!
অ আ ক খ ছেড়ে খোকা দল বানিয়েছে,
ফেসবুক না ,উজবুক না!
অনিদ্রায় পেট গরম হয়েছে
মাথার ভিতর হিংস্র হাতছানি সময়ের,
অদ্ভুত পাবলিক!
মায়ের কাছে মাসির গল্প
কোনো নতুন কিছু না!
এবার খসবে ,খসে পড়বে জড়ানো অঙ্গপ্রতঙ্গে ক্ষুদ্র ভূমিকা,
কয়েকটা আলিঙ্গনের পরেই মিছিল!
মিছিলের সামনে খোকা
জবাব চাই ,জবাব দেও
বাপরে কি অদ্ভুত না!
খালি হবে না কোনো কার্তুজের বারুদ
বৃষ্টি হবে না অসময়ের মিছিলে!
বড্ড ফালতু যে এ দল
বাঁচ আর বাঁচতে দেও ,পুরনো প্রবাদ,
মারো আর বেঁচে থাকো!
হাফ শার্ট লিটল ম্যাগের শেষ পাতা,
খোকা গেছে মাছ ধরতে গাঁজা আর মদে ডুবে,
খুব সাধারণ যে!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত