আমি আর কবিতার তুমি
আমি আর কবিতার তুমি
....................কাব্য+ঋষি
আজও ফুটপাথে কবিতার পাণ্ডুলিপি প্রিয়,
আজও প্রেম ঝরে চোখের পাতায় জানো!
আমার তোমার সাত সমুদ্র লিপি প্রিয়,
ঠিক ছুঁয়ে যায় দখিন হাওয়া যেন!
নিত্য নতুন এক অন্তর দাহ হৃদয়ের,
নিত্য এক অনিবার্য কল্পনা!
সব ছুঁয়ে দিয়ে চোখের নোনা জল প্রিয়,
বৃষ্টি আর প্রেমের জল্পনা!
প্রিয় তুমি কখনো কাঁদতে থাকো হৃদয়ে,
কখনো তুমি হাসির কদম ফুল!
প্রিয় তোমার স্পর্শে কখনো হৃদয় ভাঙে,
কখনো তুমি প্রেমের প্রথম ফুল!
তুমি কখনও মেঘলা ঝোড়ো বাতাস,
কখনো তুমি মৃত্যুর হাতছানি!
চারিদিক সব হয়ে যায় খালি ফ্যাকাসে,
শুধু বেঁচে থাকে নীরবতার বাণী!
কখনও তুমি সুনীলের প্রেমের নারী প্রিয়,
কখনো বা শক্তির আবাহন!
তরুণ কবি শ্রীজাত প্রেমে ভাসে
তুমি আদি চণ্ডীর চরণ!
কলেজ গেটে ,অফিস পাড়ায়
যেখানেই চায় সেখানে তুমি থাকো প্রিয়,
কবিতা আমি তোমার প্রেমে পাগল,
আমায় তুমি এমনি জড়িয়ে রাখো!
আজও জীবনে তোমার স্পর্শ আছে,
আজও হৃদয়ে বাঊলে সুর আসে!
কবিতার তুমি ছড়িয়ে ছিটিয়ে জীবনে,
বাঁচার ইচছা আমার জাগিয়ে রাখে!
....................কাব্য+ঋষি
আজও ফুটপাথে কবিতার পাণ্ডুলিপি প্রিয়,
আজও প্রেম ঝরে চোখের পাতায় জানো!
আমার তোমার সাত সমুদ্র লিপি প্রিয়,
ঠিক ছুঁয়ে যায় দখিন হাওয়া যেন!
নিত্য নতুন এক অন্তর দাহ হৃদয়ের,
নিত্য এক অনিবার্য কল্পনা!
সব ছুঁয়ে দিয়ে চোখের নোনা জল প্রিয়,
বৃষ্টি আর প্রেমের জল্পনা!
প্রিয় তুমি কখনো কাঁদতে থাকো হৃদয়ে,
কখনো তুমি হাসির কদম ফুল!
প্রিয় তোমার স্পর্শে কখনো হৃদয় ভাঙে,
কখনো তুমি প্রেমের প্রথম ফুল!
তুমি কখনও মেঘলা ঝোড়ো বাতাস,
কখনো তুমি মৃত্যুর হাতছানি!
চারিদিক সব হয়ে যায় খালি ফ্যাকাসে,
শুধু বেঁচে থাকে নীরবতার বাণী!
কখনও তুমি সুনীলের প্রেমের নারী প্রিয়,
কখনো বা শক্তির আবাহন!
তরুণ কবি শ্রীজাত প্রেমে ভাসে
তুমি আদি চণ্ডীর চরণ!
কলেজ গেটে ,অফিস পাড়ায়
যেখানেই চায় সেখানে তুমি থাকো প্রিয়,
কবিতা আমি তোমার প্রেমে পাগল,
আমায় তুমি এমনি জড়িয়ে রাখো!
আজও জীবনে তোমার স্পর্শ আছে,
আজও হৃদয়ে বাঊলে সুর আসে!
কবিতার তুমি ছড়িয়ে ছিটিয়ে জীবনে,
বাঁচার ইচছা আমার জাগিয়ে রাখে!
Comments
Post a Comment