আমি নারী ,আমি শরীর

আমি নারী ,আমি শরীর
..........................কাব্য

বিষাক্ত বালিশে শুয়ে কি অদ্ভুত
আমার স্বপ্নের নারী আজ নগ্ন!
জান্তব হাহাকারের মাঝে কি সাহস,
আমার নারী আজ নগ্ন!
আমি প্রশ্ন করলাম তুমি নগ্ন কেন?
উত্তর তুমি ও তো নগ্ন পুরুষ!
তোমার তিন নম্বর পায়ের যোগ্যতায় তুমি পুরুষ
যুগে যুগে নারীকে ছুঁয়েছো ইচ্ছেমতো!
ভোগ করেছো ,ছিঁড়েছো  খেয়েছো করেছো সন্তানবতী
আলাদা করে আর লোকানোর কি আছে আমার!
তুমি তো এটাই চাও ,ইচ্ছা বা অনিচ্ছা এই শরীর,
তবে কি দিয়ে ঢাকবো নিজেকে!
এসো আমায় ভোগ কর ,,,ঢেকে দেও কামের আগুনে,
আর কি পারো তুমি পুরুষ!
তোমার লজ্জার কোনো জাত নেই,
আমার ছিল আর নেই তোমার স্পর্শে!
আমি বললাম এ কেমন কথা হলো;
তুমি মাতা ,তুমি ভার্যা ,তুমি সহসঙ্গিনী!
উত্তর পেলাম ওসব সাজানো কথা রাখো,
আসলে আমি শরীর,এটাই আসল কথা!

Comments

Popular posts from this blog

সময় কাঁদছে

-তাজমহল

বহুদিন মৃত