পাখির স্বপ্ন চোখে
পাখির স্বপ্ন চোখে
...................কাব্য
আমি কাব্য সেই সাধারণ ছেলেটা,
যারা আমাকে চেনেন না ,
তাদের জন্য বলা আমি সেই ছেলে,
যার স্বপ্ন ছিল চোখে পাখি হওয়ার!
ঊড়ে বেড়ানোর গাছে গাছে ,
হৃদয়ের পাতাগুলো ছিল সবুজ
আর মনের জানলায় ছিল সাজানো স্বপ্ন!
আমি সেই ছেলেটা যাকে বাবা বলতেন,
তুই একদিন গায়ক হবি দেখিস!
মা বলতেন আদিখ্যেতা ,বয়স বাড়ছে হূশ নেই ছেলেটার!!
আমি সেই আদুরে ছেলে যার বয়স বাড়ে,
অন্য ছেলেদের মতও আমারো বেড়ে ওঠা চির চেনা খেলার মাঠে!
আজ আমি শহরে,
আপনারা জানেন প্রিয়,আমি আজ আপনাদের শহরে!
একটু মোটা হয়েছি,
দু- একটা চুলো বোধ হয় পাকা!
এই তো সেদিন গান গায়লাম মেসেঞ্জার নামক এক গ্রুপ কলে,
বাহ্ বাহ্ পেলাম বেশ!
সবাই বোল্লো বেশ গায় ছেলেটা,
আমি কিন্তু খুশী নয় ,কারণ একটা আছে প্রিয়!
আপনারা জানেন বোধ হয়,
আমি কাব্য সেই সাধারণ ছেলেটা যার পাখী হওয়ার স্বপ্ন ছিল, তা আর এ সভ্য আলোকে হলোনা প্রিয়!!
...................কাব্য
আমি কাব্য সেই সাধারণ ছেলেটা,
যারা আমাকে চেনেন না ,
তাদের জন্য বলা আমি সেই ছেলে,
যার স্বপ্ন ছিল চোখে পাখি হওয়ার!
ঊড়ে বেড়ানোর গাছে গাছে ,
হৃদয়ের পাতাগুলো ছিল সবুজ
আর মনের জানলায় ছিল সাজানো স্বপ্ন!
আমি সেই ছেলেটা যাকে বাবা বলতেন,
তুই একদিন গায়ক হবি দেখিস!
মা বলতেন আদিখ্যেতা ,বয়স বাড়ছে হূশ নেই ছেলেটার!!
আমি সেই আদুরে ছেলে যার বয়স বাড়ে,
অন্য ছেলেদের মতও আমারো বেড়ে ওঠা চির চেনা খেলার মাঠে!
আজ আমি শহরে,
আপনারা জানেন প্রিয়,আমি আজ আপনাদের শহরে!
একটু মোটা হয়েছি,
দু- একটা চুলো বোধ হয় পাকা!
এই তো সেদিন গান গায়লাম মেসেঞ্জার নামক এক গ্রুপ কলে,
বাহ্ বাহ্ পেলাম বেশ!
সবাই বোল্লো বেশ গায় ছেলেটা,
আমি কিন্তু খুশী নয় ,কারণ একটা আছে প্রিয়!
আপনারা জানেন বোধ হয়,
আমি কাব্য সেই সাধারণ ছেলেটা যার পাখী হওয়ার স্বপ্ন ছিল, তা আর এ সভ্য আলোকে হলোনা প্রিয়!!
Comments
Post a Comment