Posts

-তাজমহল

-তাজমহল অ'প্রিয়- কাব্য... ভালো লাগছে না- আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি জলের তলায়, চোখের তলায়! কোনো গভীর খননে বুকের পাঁজরে অদ্ভুত নাকাবন্দী, সারা শহর বন্ধ আজ; সারা সময় স্থির হয়ে থেকে গেছে- তোমার মুখের হাসিতে! আমি রৌদ্র কুঁড়িয়েছি চিরকাল, কুঁড়িয়েছি স্মৃতি, পাতায় পাতায় লেগে থাকা অজস্র কালো দাগ! কখনো সময়ের মতো নিজেকে ভাবিনি- কখনো সময়ের শরীরে নিজেকে সাজায় নি বাদশাহ জাহাঙ্গীরের মতো! শুধু দাগ টেনেছি মাটিতে , শুধু গড়েছি তাজমহল হাজারো কবিতার পাতায়! ইদানিং তোমায় দেখলে হিংসে হয় জীবন , ইদানিং তোমায় ভাবলে পরে দমবন্ধ হয়ে আসে সময়ের স্রোতে , চারপাশ হঠাৎ শুনশান !! নিজের বুকের ভিতর নিজের মৃতদেহের শেষ কৃত করি! হঠাৎ মনে মনে বলি- কৃত কালিমা...... জানো তো আমারও আজকাল ফিরে আসতে ইচ্ছে হয় , জানো তো আমারও আজকাল ভালোবাসতে ইচ্ছে হয়!!! বুকের পাথরের কঙ্কালে পেরেক ঠুঁকে বলতে ইচ্ছে হয়- ভালো আছি .... খুব ভালো! ঠিক তখনি সারা শহর থেমে যায় - সমস্ত সভ্যতার গতিতে লেগে যায় চাকা জ্যাম , আমি দেখি সময়ের জানলায় মুখ বাড়িয়ে তোমার মুখ! তুমি হাসছো, আমি ছুঁতে চাই তোমার দিকে হাত বাড়াই! আর বিশ্বাস করো সেই মুহূর্তে আমি বদলাই, পাথর ভ...

বহুদিন মৃত

বহুদিন মৃত ...........কাব্য একে অন্যের ভিতর ঢুকিনি বহুদিন, সে পথ ধরে হাঁটা হয় না জানো.! আমি বহ্নিশিখার চঞ্চল ঢেউ, ভালোবেসে আমি পুড়িনি বহুদিন! একে অপরকে দেখি নি বহুদিন মুগ্ধ হয় নি গভীর প্রেমে! আমি তো ছড়ানো গোলাপ পাতা, ভালোবাসা কেউ মাখে নি বহুদিন!. আমি এক লেখা শেষের কবিতা, আমাকে কেউ পড়ে নি বহুদিন! আমি এক সেই নক্সী কাঁথা- ভালোবেসে কেউ বোনে নি বহুদিন!! পৃথিবীর আলো আমি মাখিনি বহুদিন, আমি মুগ্ধ এক একলা গোধুলি!. সরে যাওয়া সেই সূর্য প্রেমে- মন খুলে আমি হাসি নি বহুদিন!! একে অন্যের ভিতর ঢুকিনি বহুদিন, পুড়িনি আমরা আমাদের আগুনে! আমার পোড়ানো সাজানো স্বপ্ন, নতুন স্বপ্ন আমি বুনি নি বহুদিন.!!

বিষাক্ত মানুষ

বিষাক্ত মানুষ .............কাব্য আমায় ভালোবাসতে এসো না কখনো নারী, নিঃশ্বাসে লেগে কয়েকশো বছরের বিষ! বুকের আগুনের অছিলায় যদি শরীর ভোগ করতে চাও লাভ নেই , বহুদিন ঢাকা পরে আছি মৃত  লতাগুল্মে যুগের অভিজ্ঞতায়! আমার আস্তিনের রক্তে ভালোবাসা গাংচিল, আমি তো উপস্থিতি মাত্র! আমায় ভালোবাসতে এসো না কখনো নারী, নিঃশ্বাসের ফাঁকে কখন যেন জলফড়িং সবুজ পাতার ডগায় ডগায়! আমি ঈশ্বর নই, তাই বোধহয় সাধ হয় মাঝে মাঝে জড়িয়ে ধরি নারী সাগর! ডুব দি তোমার নরম শরীরে সে তো মুহূর্ত মাত্র! আমি রক্ত করবীর নায়ক সাজি যদি, তুমি কি নন্দিনী হতে পারবে ? তাই দরজা বন্ধ করো ,জানলা বন্ধ করো, আমাকে ভরসা করো না প্রিয়! যে সময়ের জেহাদ লেগে আছে আমার বুকের জঙ্গলে সেখানে হারাতে চেও না , দাবানলে পুড়ে যেতে পারো! আমায় ভালোবাসতে এসো না কখনো নারী, শুধু বিশ্বাস করতে পারো মানুষ হিসেবে! কিন্তু কখনো ভুল করে, সোহাগের আদর দেখিয়ো না, আমার নাকে রজনীগন্ধা বিষ! বহুযুগ উপোষী বাঘের মতো এই মৃত সময়ে আমি মুসাফির, আমার নখে লেগে ভালোবাসার রক্ত, তাই আমাকে জড়িয়ে ধরো না প্রিয়!!

কাকে খোঁজে মন

কাকে খোঁজে মন ................কাব্য বাসে ট্রামে দিনে রাতে কাকে খুঁজি! সকালের ঘুম ভাঙা আদুরে স্পর্শে, কাকে খুঁজি! কাকে খুঁজি আমি বিকেলের ময়দানে, আবছা অন্ধকারে! একবার বলও  তুমি জানো না শুধু একবার তুমি আমার চোখের স্বপ্নে চান করো! কথা দিলাম তোমায় দেখবো না নগ্ন আমি, তোমাকে জড়াবো না আমি লতার মত! শুধু দেখবে তোমাকে আমার চোখে, তাপরও বলতে পারবে তুমি জানো না ? কার সম্বলে এ জীবন বাঁচে, কাকে খোঁজে মন দিনে রাতে! এখনও যদি না বোঝো, তবে বলবো না কোনদিন কাকে খোঁজে মন আর কাকে ভালোবাসে!

সময় কাঁদছে

সময় কাঁদছে ............কাব্য বিবর্ণ গোধূলির আলোয় এক মায়ার সিঁড়ি নেমে আসে আকাশ থেকে! সময় বলছে ভালো নেই সে মানুষ কাঁদছে আর কাঁদছে! রঙ চটা আকাশের গায়ে নীল প্লাসটার, তার এখানে ওখানে বেড়িয়ে আসা সাদা রঙ, যেন মৃত্যুর কফিন! সময় কাঁদছে ,শুনতে পাও তোমরা, সময় কাঁদছে শ্মশানের গায়ে চোখ জ্বালা ভাব, চোখের জল পড়ছে! ঝরে পড়ছে যেন না চাওয়া বৃষ্টি ফসল পচবে ,পচবে মানুষ আর মানুষের মন! ধুর সে তো কবেই পচে গেছে আর কি পচবে নতুন করে! শুধু এখন ভালো নেই সময় শুধু কাটছে,কেটে চলেছে আলোর থেকে অন্ধকারে! দেখো রাত্রি আসছে, সবাই ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ, শান্ত মৃত শরীর, এবার পুড়বে একটু পরে; শুধু সময় কাঁদছে!

খেয়ালি জীবন

খেয়ালি জীবন ..............কাব্য জীবনের সব অশনি সংকেত মাড়িয়ে, এক ক্ষুদ্র হৃদয়ের আশায় হাত গুণী, স্বপ্নিল ভালোবাসার আশায়! বারে বারে ভুলি তৃপ্তি মাখানো নেই, লোভ লালসায়! বারে বারে করি একি ভুল লোক লজ্জায়! সৃষ্টি নিয়মের বাইরে এক গোলক, যার আপাদমস্তক মোড়া মিথ্যা শয্যায়! রাম , শ্যাম ,যদু ,মধু সবাই ছিল আর থাকবে সম্পর্কে! করতাল বাজাবে সবাই পরে গেলে, কাঁদবে কেউ কেউ মরে গেলে , কিন্তু হাসাবে না কষ্ট হলে! একটা জীবন বাঁচো তাই ফিরবে না সে চলে গেলে! সব জানি সব বুঝি তবু ভুলের পাহাড়, পাহাড়ের উপর মাটির তৈরী দেয়াল! বড্ড নরম যে হৃদয়ের মাটি জীবন এ হাসা কাঁদা তোর খেয়াল!

আমি আর কবিতার তুমি

আমি আর কবিতার তুমি ....................কাব্য+ঋষি আজও ফুটপাথে  কবিতার পাণ্ডুলিপি প্রিয়, আজও প্রেম ঝরে চোখের পাতায় জানো! আমার তোমার সাত সমুদ্র লিপি প্রিয়, ঠিক ছুঁয়ে যায় দখিন হাওয়া যেন! নিত্য নতুন এক অন্তর দাহ হৃদয়ের, নিত্য এক অনিবার্য কল্পনা! সব ছুঁয়ে দিয়ে চোখের নোনা জল প্রিয়, বৃষ্টি আর প্রেমের জল্পনা! প্রিয় তুমি কখনো কাঁদতে থাকো হৃদয়ে, কখনো তুমি হাসির কদম ফুল! প্রিয় তোমার স্পর্শে কখনো হৃদয় ভাঙে, কখনো তুমি প্রেমের প্রথম ফুল! তুমি কখনও মেঘলা ঝোড়ো বাতাস, কখনো তুমি মৃত্যুর হাতছানি! চারিদিক সব হয়ে যায় খালি ফ্যাকাসে, শুধু বেঁচে থাকে নীরবতার বাণী! কখনও তুমি সুনীলের প্রেমের নারী প্রিয়, কখনো বা শক্তির আবাহন! তরুণ কবি শ্রীজাত প্রেমে ভাসে তুমি আদি চণ্ডীর চরণ! কলেজ গেটে ,অফিস পাড়ায় যেখানেই চায় সেখানে তুমি থাকো প্রিয়, কবিতা আমি তোমার প্রেমে পাগল, আমায় তুমি এমনি জড়িয়ে রাখো! আজও জীবনে তোমার স্পর্শ আছে, আজও হৃদয়ে বাঊলে সুর আসে! কবিতার তুমি ছড়িয়ে ছিটিয়ে জীবনে, বাঁচার ইচছা আমার জাগিয়ে রাখে!