Posts

Showing posts from June, 2019

স্পর্ধা তোমায় ছোঁয়া

স্পর্ধা তোমায় ছোঁয়া .....................কাব্য সবাই তো তোমার যোগ্য হবে তা না সবাই তোমার মতো সহ্য করতে পারে না! দরত্বটা নাগরিকত্বে রাখা কিন্তু অসামান্য স্তব্ধতা কখনো নীরবতা নয়!! রক্তে যখন আগুন জ্বলে ,,হৃদয় চমকায়, বৃষ্টি আসে ঠিক কিন্তু সবাই তো তোমার মতো বৃষ্টিতে ভিজতে পারে না!! আমি রৌদ্র হতে পারি ,হতে পারি একলা আকাশ কিন্তু আকাশে তারারা আছে! কেউ দেখে ,কেউ দেখতে পাই না শুধু সকাল দেখে! কিন্তু সকালের পরে সন্ধ্যে ,তারপর অন্ধকার সবাই আমার মতো অন্ধকারকে চুমু খায় না!! তুমি পাহাড় ভাঙ্গতে পারো ,তুলতে পারো পাঁচিল অদৃশ্যে থাকা বুকের পাঁচিলে আমার নাম!! তোমার কপাল ছুঁয়ে নেমে আসে সভ্যতা, কিন্তু আমি তো ভদ্র নয়! আমার জংলি স্পর্শে আকর্ষণ আছে, কিন্তু কোমলতা নেই! সবাই তো তোমার মতো পদ্ম কলি না!!

নিত্য এ প্রেম

নিত্য এ প্রেম ...........কাব্য সন্ধ্যের ঝরা পাতা এক একটা স্বপ্ন ছুঁয়ে নামছে আমাদের! ফ্লাড লাইটের হলুদ আলোয় এত মায়া জানা ছিল না এর আগে! ছড়ানো ছেটানো স্পর্শগুলো সব আমার অন্তরে পেন্ডুলাম! দুলছে রে খুব জোরে দুলছে প্রেম এই অনুভূতির অদ্ভুত দাম! দুরে কোথাও আকাশের চাঁদে আজ মুক্তি মুক্তি ঝিকিমিকি আকাশের তারায়! এক আনন্দ অচেনা পথে পাশাপাশি এই  পথ চলায়!! যদি জীবন কাটে এমন একিভাবে, একপথে , পাশা পাশি এমনি অবেলায়! সময় কাটে ,চলে যায় ,আশা বাঁচে, যদি তোমার ও পথ আমার হয়! দূরত্বের হিসেবে এক আকাশ দূরত্ব; আর সময়ের হিসেবে ভীষণ অসময়!! তবু মন মানে না বারবার তোমার ছুঁতে  চায়! তোমার পথে আকাশের পথ ধরে, আমার মুক্তি তোমার ছোঁয়ায়! এযেন কোনো দূর জন্মের হিসেব, কোনো অলীক সত্য ,,নিত্য এ প্রেম!!

কনফিউসড প্রেম

কনফিউসড প্রেম .................কাব্য পাঁচিলে পাঁচিলে গা ঘষাঘষি করে, উঠে আসা তিক্ততায় প্রেম থাকে না! বড় কনফিউসড প্রেম ট্রেন লাইন ধরে হাঁটতে থাকে, মনের জানলার স্টেসন চেনে না! নিরাসক্ত কোনো কাব্যর  অলিক ভাবনায় রাতপরি হাসতে থাকে ,স্পর্শে থাকে না! আচ্ছা কাব্য দের তো কাম থাকে না ,থাকে না সংসার শুধু হাঁটতে থাকা পথের নাম থাকে না! হামাগুড়ি দিয়ে চালের হাঁড়িতে শুন্য আকাশ, আর থালায় ভাত থাকে না!! জন্মাবার আগে কোনো জন্মস্থান ,কোনো সময় প্রেম আসে যায় ,মনে থাকে না! পথের উপর কুমড়োফুল  আর কচ্ছপ; লুকোনো চলন্ত ভাষায় প্রাণ থাকে না!! কিছু লতানো সময়ে ভরে উঠে দাঁড়ানো, দৃষ্টি সঙ্গিন কোনো দাম থাকে না! আজকাল পাঁচিলের পরে আবার পাঁচিল পিঠ ঠেকে যায়, পালিয়ে যাওয়ার পথ থাকে না! উঠে আসা মুখগুলো কত কালি আর গালাগালি, সেই তিক্ততায় প্রেম থাকে না! কনফিউসড প্রেম ট্রেন লাইন ধরে হাতে; পাশের বস্তিতে প্রাণ থাকলেও ,প্রেম থাকে না!!

আগমনী বার্তা

আগমনী বার্তা .............কাব্য লজ্জার ডানা মেলে উড়ছে তোমার এলোচুল চুলের স্পর্শ লেগে তোমার আদ্র ঠোঁটে! তোমার নরম বুকে ডুবে যাচ্ছে আমার আদরের চুমুক এক কাপ চা আর তোমার ঠোঁটে!! বাইরে শব্দরা সব জব্দ ভিতরে বন্দী, এক একটা তীর সোজা আমার বুকে, ছুটে যাচ্ছে ,ছুঁতে চাচ্ছে তোমায় এ সময় ,,অসময়ে! কিছু একটা কথা তোমায় বলতে চাইছে! কানের কাছে ফিসফিস ,,শরীরের লোমকূপে লেগে থাকা চটচটে ঘাম!! কিছু একটা স্পর্শ কেন যেন জড়িয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে মাথার ভিতর পোকারা; তোমাকে আমার ভীষণ কাছে ডাকছে! মাথায় সূর্য নিয়ে নিত্য পথে ঘাটে, বস্তা পচা সম্পর্ক্যের বয়ে চলা! রৌদ্র আসছে ,,,সব পুড়ছে ভিতরে বাইরে এক চিত্কার কে যেন তোমায় প্রিয় বলে ডাকছে! আর আমি বলছি প্রেম আসছে আসছে একবুক স্তব্ধতা নিয়ে চোরের মতো! খুব ধীরে ,অন্তরে গভীরে তোমায় ছুঁয়ে যাচ্ছে ,ভালবাসছে আর প্রিয় বলে কাছে ডাকছে!!

সিগারেটের ধোঁয়ায়

সিগারেটের ধোঁয়ায় .....................কাব্য একটা এক্সরে বিম সোজা বুক চিরে, সিগারেটের ধোঁয়ায়! কিছুক্ষণের স্তব্ধতা তোমায় ঘিরে আমার ছোঁয়ায়!! রোজ দিন আসে রাত্রি যায় বুক পোড়ে ,,, পুড়তে থাকে! এক পেগ নেশা তোমার চোখে শুধু ধোঁয়ায়,শুধু ধোঁয়ায়!! আমি জীর্ণ ছেঁড়া কাঁথা মুড়ি স্বপ্ন দেখি নকশী কাঁথা! আর তুমি বুকের কষ্টে রক্তপাত তোমার  ছোঁয়ায়!! একরাশ ধোঁয়া ছাড়ি ,ঘোড়ায় চড়ি, পক্ষিরাজের সাথে আঁড়ি! সিগারেটের ঠোঁটে চুমু শুধু ধোঁয়ায়,শুধু ধোঁয়ায়! শপিং মলে এদিক ওদিক খুঁজতে থাকি মনের পাখি, সবটা ফাঁকি ছবি আঁকি তোমার ছোঁয়ায়!! মনখারাপের মাথায় বাড়ি একটা সিগারেট জ্বালিয়ে ধরি! তোমায় পোড়ায় চোখে আগুন শুধু ধোঁয়ায়,শুধু ধোঁয়ায়!! একটা এক্সরে বিম সোজা বুক চিরে সিগারেটের ধোঁয়ায়! কিছুক্ষণের ভালো থাকা আমায় ঘিরে তোমার ছোঁয়ায়!!

প্রিয় বলে ডাকবো

প্রিয় বলে ডাকবো ...................কাব্য প্রিয় বলে ডাকলে কি হবে সমুদ্রের সব ঢেউগুলো আমার জামার বোতাম ছিঁড়ে আমার বুকে আছড়ে পড়বে! আর আমি যদি তখন ভেসে যায় তখন সমুদ্রের মাঝে কাকে খুঁজবি তুই!! প্রিয় বলে যদি তোকে ডাকি তবে রৌদ্র দিনে মেঘলা হবে! ব্যস্ত সড়ক এই পথঘাট সব এক হাঁটু জল তখন কি হবে, আমার ভীষণ কষ্ট হবে! প্রিয় বলে তোকে ডাকলে এই পৃথিবীর দরজাগুলো খুলে যাবে! খুলে যাবে আড়ালে থাকা দর্পগুলো তখন কি হবে সেই তো প্রতিবাদী মিছিল!! প্রিয় বলে তোকে ডাকবো যখন আকাশের চাঁদ তোর কপালে আমি টি দিয়ে যাব! তখন কিছু হবে না আমি আর তুই একে অপরের ভিতরে ঢুকে যাব!! প্রিয় বলে তোকে ডাকব নিশ্চয় যখন শব্দরা সব নিস্তব্ধ হবে! যখন আলো অন্ধকারে গোধুলির পৃথিবীতে তখন কিছু হবে  না শুধু আদর আর আদর ছাড়া!!

বুক ফুরে চলে যায়

বুক ফুরে চলে যায় ....................কাব্য তোমার ছবি দেখেই আমি ছুঁয়ে দি তোমায়, তোমার চারপাশের বেগুনি রশ্মি যেন, বুক ফুরে চলে যায় এপার ওপার! তোমার চারপাশে ছড়ানো সমস্ত বাযুস্তরে; যেন এক আস্তরণ  ঠেকে আমার কাছে, যেন একটা নরম অনুভূতির চাদর! তুমি যখন ভীষণ ক্লান্ত থাকো তোমার চুলে আমি হাত বুলিয়ে দি, বাতাসে উড়তে থাকে আমার আদর!! তোমার নরম বুক ছুঁয়ে একফালি চাঁদ যখন তখন তোমার উঁকি মারে আমার চোখে, তখন ভাবি যদি আমি চাঁদের ওপর ছবি আঁকি! যদি কখনো বাউলে সুরে ঘর ছাড়ার গান, আমি ঘর ছাড়তেই পারি তোমায় নিয়ে কিন্তু তুমি খাঁচার পাখি! সকাল সন্ধ্যে দিনে রাতে কত আলো তোমায় নিয়ে আমার চোখে তুমি যেন কোনো স্বপ্ন পরি!! স্বপ্ন রানী ,আমি জানি তোমার চোখের পাতায় রৌদ্র লাগে, আর আমি সেই প্রেমেই মরি! ছবি থেকে বেরিয়ে এসো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায়; তখন আমার  হৃদয় ঘোড়ার গাড়ি!! খুব  ছুটছে ,খুব ছুটছে জীবন পথে, ক্লান্ত ঘোড়া তোমার ঠোঁটে বুক ফুরে চলে যায় এপার ওপার!!

আমি তাদের কথা বলছি

আমি তাদের কথা বলছি ...................কাব্য শঙ্খ চিল বা স্বপ্নের মতো যারা ধরতে চেয়েছিল হৃদয়! তাদের কোনো দেশ নেই,নেই শান্তি, আমি তাদের কথা বলছি যাদের হৃদয়ে রাখা শুধু একমুঠো আশা!! আশা এই বেঁচে থাকা,একটু ভালো থাকা আশা জীবন নিয়ে বিশাল সাগরে ভাসতে থাকা! আমি তাদের কথা বলছি যাদের রক্তে বিষ বিষ জমে থাকা প্রেমের অভিধানে শুধু পুড়তে থাকা!! পুড়তে সবাই পারে ,পোড়াতে কজনে স্বপ্ন সবাই দেখে ,ঘুমোতে কজনে! প্রেমে সবাই পোড়ে ,পুড়তে কজনে! আমি তাদের কথা বলছি যাদের মন ,পোড়ার ইচ্ছা ক্লান্ত জীবনে!! তারা বৃষ্টিতে ভিজেছিল ,রৌদ্রে পুড়েছি কিছু স্পর্শ হয়তো কখনো অবেলায় ছুঁয়ে ছিল, তারা বেঁচে আছে শবাগারে জ্যান্ত লাশ! আমি তাদের কথা বলছি যারা  ভালবেসেছিল একবার কিংবা বারবার!!

আচমকা আমি

আচমকা আমি ...............কাব্য কেন আমি কি ভিনদেশী না বহিরাগত আচমকা আসা প্রশ্ন। সকালের তারার আলোয় উত্তরগুলো সাজানো অপেক্ষায়! এক নির্জন একলা সময় যখন অস্তিত্ব তোমায় ছুঁয়ে যায়! আমি পারিনি হতে গোলকের মত স্থির ধীর খুব গভীর চেতনার রঙে আমি তোমায় ছুঁতে চায়!! ঠিক যেমন কনে দেখা আলোয় একটা মুহূর্ত আর একটা মেটো গন্ধ তোমার গায়ে! মাটির উপর প্রলেপ ফুটে ওঠে আমার কবিতায় সারা জীবন জুড়ে কত ভূমিকায়!! কবিতারা বায়না করে ,মানতে চাই না, তাইতো তোমায় জানতে চাই যখন বন্ধ হৃদয় একলা ঘরে! তারকাটা কোনো একতারা সুরে ক্লান্ত হৃদয় হাঁটতে থাকে এগিয়ে যায় সূর্য; দেখার লোভে! আমার কবিতারা সেই পথ ধরে তোমায় জানতে চাই ,আরো গভীর হওয়ার লোভে! কিছুক্ষণের সন্ধ্যা তারার মতো এক আকাশ তারার মাঝে তোমায় খুঁজে যায়!!
আসলে এভাবেই  হেরে যেতে হয় ...............কাব্য হারার কিছু নেই ,সবটুকু স্পর্শ হাত ছেড়ে দেওয়ার পরে একটা ঝিম ভাব! ভোলার প্রতিযোগিতায় আমি হারবো আমি জানতাম তুমি জিতছো ,আর জিতে যাবে; দেশলাইয়ের শেষ টুকু ছাই মিশে যাবে ,মিশে যেতে হয়!! নিয়মগুলো বানানো বোধ হয় ঈশ্বরের হাতে হারার পর জীবন হেরে যেতে হয়! তোমার পথে হোক পুষ্প বৃষ্টি গলায় ঝুলুক জিতে যাওয়ার মেডেল! আমার শুধু এক পশলা বৃষ্টি হারার যন্ত্রনায়  ,হেরে যাওয়ার লেবেল!!
       শুধুই তুমি -----------কাব্য মনের মুকুরে ছোট্ট একটি ভালোবাসা নাম দিয়েছি তার বাঁধনহারা আশা; স্বপ্নের সোনালি অতীত পেরিয়ে, আজও স্মৃতিপটে অম্লান , অক্ষয় তুমি তারুণ্যের আবেগ আজও বহমান তোমার মাঝে! আজও অনুভব করি তোমার উষ্ণ পরশ আবেগে হারিয়ে যাওয়া লাগামহীন বন্ধন; চোখে চোখ রাখতে দুরুদুরু বুক কাঁপত হয়নি কখনো বলা মনের অব্যক্ত আশা! বহু বছর পেরিয়ে কষ্টের পাহাড় ডিঙিয়ে পেয়েছি তোমাকে আপন করে দুবাহুর মাঝে; আজও ভাবি এ মনের মাঝে শুধুই তুমি স্বর্গীয় ভালোবাসায় সিক্ত স্বর্ণখচিত শ্রাবন খান বুঝি!!
প্রিয় তুমি ছুঁয়ে দিলেই ........................কাব্য প্রিয় তুমি ছুঁয়ে দিলেই বুঝি আছে শরীর, বুঝি এখনো বেচে আছি, বুকের বাঁ পাশে টের পাই নিখুঁত তালে নৃত্যরত কিছুর কম্পন! প্রিয় তোমাকে যখনই দেখি বুঝি আছে চোখ, তুমি পাশে থাকলেই বুঝি আমিও মানুষ পঞ্চইন্দ্রিয়ের! প্রিয় তোমার অবজ্ঞা পাই বলেই বুঝি সেই কিছুটা একটা হৃদয়, অবিরত ক্ষতের জ্বালায় যেখানে জেগে উঠেনি প্রেম! নীরবে বয়েছে নদী, সে কি অশ্রুর?? প্রিয় তুমি জান কি, তার সমুদ্র কতদূর??
সেদিন আমায় খুঁজবে  --------------------কাব্য যেদিন আমি মরে থাকবো পরে তোমার পথের ধারে, সেদিন তুমি বুঝবে মোরে খুঁজবে কাঁদবে বারে বারে! বলবেনা কেউ এস চাঁদনী রাতে গায়ে জোছনা মাখি, কাজল দিয়ে সাজিয়ে দিবে না কেউ ঐ দুটি আঁখি! লিখবেনা কেউ কবিতা মিশিয়ে তোমার মনের মাধুরী, আমাকে ছাড়া তোমার জীবন নির্লিপ্ত এবং আধুরী! চিরদিন কাটবে শুধু বেদনা বিধূর করুণার রুদ্ধ দ্বারে, আমায় খুঁজে নাপেয়ে জীবন ভরবে চির অন্ধকারে!!
অবুঝ ভালোবাসা ---------------কাব্য বোঝাতে পারিনি তোমায় ভালোলাগার কথা! ইশারার ভাষাতে ভাঙ্গেনি তোমার নিরবতা! আমার তো সব কথাই তোমার আছে জানা- তবু আমি ছুতে পারিনি তোমার মনের কোণা! হয়ত বা আমার কথায় জমেছে মনে বিরক্তি কি করব বল, এ মনের ভালোবাসা যে সত্যি! তুমি তো কখনো চাও না এমন তর খারাপ সাথী ‘ভালবাসি’ বলব না আর হোক না যতই দুর্গতি! বুকের মাঝে আফসোসের জ্বলুক আমার মশাল; তোমার জীবনে আলো থাক আমি পুড়ি চিরকাল!!

আরো দুরে

আরো দুরে ............কাব্য রাত্রি তোমার নৌকায় পাল লাগা নেমে যাক খুব গভীরে পথ চলা, আকুল হৃদয়ে তোমার পথ দেখা আর কতো কি বাকি আছে বলা! বুক চিতিয়ে তোমার আঁচলে ফাঁকি সত্যি বলো চিনে নিলে নাকি। উদ্দাম উরুর ,ঠোঁটটা তোমার ভ্রুয়ে মনে করো না দিচ্ছি তোমায় ফাঁকি! আল্পনা সব জল্পনা নয় জেনো আমায় তুমি আপন করে রেখো। রাত না আসুক সূর্য সকাল আঁকি সূর্য টাকে হৃদয়ে লুকিয়ে দেখো! আমি না হয় সকাল বেলার পাখি বৃষ্টি ভেজা তপ্ত তোমার ঠোঁটে; জীবন যখন পাতার মত ওড়ে একলা সময় তোমায় জড়িয়ে কাটে! এমন অনেক কবিতা দেবো লিখে সকাল আলোয় তোমার শাড়ির ভাঁজে . মন্দ বলুক সবাই আমায় যদি তুমি না বোলো আমি ভীষণ বাজে! রাত্রি তোর ছোটো ভীষণ ডিঙ্গি জীবনটা যে সাগর তৃষ্ণা যেন। ভুল বুঝো না এমন করে হৃদয় দুরে আছো আরো দুরে কেন!

জানতে ইচ্ছে করে

জানতে ইচ্ছে করে ----------------কাব্য যে নদী ,তপ্ত মরুর বুকে বয়ে যেতে যেতে – হারিয়েছে তার সুধার স্রোতের ধারা ; তুমি কি তবু আশায় রবে তার প্লাবনে ভেসে- হবে নাকি ফের আকুল পাগল পারা ? যে বৃক্ষ ,পাতা ভরা ডালে ছায়া দিত তলে সে গাছ আজ পাতাবিহীন কাষ্ঠপ্রায় ; পাতা ভরে সে ডাল কবে ফের ছায়া দেবে তুমি কি রবে বসে সেদিনের আশায় ? বলেছিলে,একলা ঘরে পথ চেয়ে রবে তুমি, সারা জীবন ধরে ; আজও কি সে কথা ভাব বসে নীরবে, খুব জানতে ইচ্ছে করে !!
তোমার কালো চুলে ....................কাব্য তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন, শুনতে কি পাও কান পেতে? হে মোর বনলতা সেন, চুলের ঐ ঝরনাধারায় বন্দী হৃদয়, চায় না ছেড়ে যেতে! বলছি না বাড়িয়ে একটুও, মনের গদ্যময় ভাবনাগুলোর অনুবাদ করছি বিলক্ষণ, চাঁদ যেদিন ভরা পূর্ণিমায় ছড়াবে আলো, যদি না থাকি পাশে, চাঁদ হয়ে দেখবে সদা মোর নয়ন! কালো তোমার চুল আরব্য রজনীর অজস্র রাত্রির চেয়েও, ভালোবাসি তোমায়, ভালোবেসেই যাব সদা, হে প্রিয়!
         স্মৃতিচিহ্ন ...............কাব্য মৃত ক্রন্দন শুনা যায় ঐ পাশের পুর্ব কোণের বাড়ী, সমুদ্দুরের ঢেউয়ের মতো মনের উপকূলে আছঁড়ে পড়ে শোক কত নিস্তব্ধ আহাজারি! ভেসে আসে টুকরো টুকরো স্মৃতি, আনন্দ, কণ্ঠস্বর, এই মেঠো পথ ধরে প্রতিদিন হেঁটে যাওয়া গোধূলি বেলার পর! জন্ম থেকে কৈশোর যৌবন থেকে বার্ধক্য নেমে আসে শেষ নি:শ্বাস! কবে চলে যাব? কবে বলে যাব? একটুখানি নেই বিশ্বাস! কাফনে ডেকে দিয়েছি কত প্রিয়মুখ, কত দিন দেখা হয়না আলো নিভে যাওয়া চোখ, ডাকি তবুও সাড়া নেই ফেরার বোধহয় তাড়া নেই, স্মৃতিগুলো বাড়ে রোজ স্মৃতিচিহ্নে প্রিয় নিখোঁজ! আর কি শুনা যাবেই না কণ্ঠস্বর? জ্বলবে না টাংস্টেন বাতি, ধুলো জমবে স্বপ্নদৈর্ঘ্যে জাগব না পূর্ণদৈর্ঘ্য রাতি!!
বৃষ্টি ভেজা তুমি ...............কাব্য তুমি এসে দাঁড়ালে আমার দরজায়, ভেজা চুলে বৃষ্টির জল আমার ঘরে! আমার হৃদয়ের কোন ছুঁয়ে, দমকা হাওয়া চমকে দেখা স্বপ্ন তোমার বারে বারে! তোমার ঠোঁটে আলতো, আদরগুলো ; সলজ্জ কবিতারা আমার ঠোঁটে! হৃদয় মাঝে মস্ত আকাশখানি ঝলসায় মেঘ শুকনো মাঠে ঘাটে! হৃদয় জানলার কাঁচ ভেঙ্গে খানখান আকাশ জুড়ে নির্দয় বাজ তুমি! এক এলোমেলো দমকা ঝড়ে যেন উড়তে থাকা পাতার মত আমি!! তোমার নয়নের তারে বাঁধা সপ্তসু ; ভিজে শরীরে এক সুরের মূর্ছনা! ইশ্বরের  সাথে পাল্লা দিয়ে আঁকা গনেশ পাইনের ছবি আল্পনা! দু এক ফোঁটা নেশার বৃষ্টি যেন রুম ঝুম ঝুম  স্বপ্ন পরী তুমি, আমি স্তব্ধ বৃষ্টি ভেজা কাক হৃদয় মাঝে শুধু শব্দ ধ্বনি! তোমার কাপড়ে ভিজে যাওয়া নির্যাসে স্তব্ধ আমার কবিতা তুমি আমি! তোমার সাথে বৃষ্টির জল মিশে আমার দরজায় বৃষ্টি ভেজা তুমি!!
কাগজের সভ্যতা ..................কাব্য বুক পকেট ভর্তি কাগজের শহরে আজকাল সভ্যতা উঁকি মারে! তোর হাতের মেহেন্দির শুকনো রঙে জানান দেই হৃদয় কুঠরিতে!! সভ্যতার কঙ্কাল! আচ্ছা আমিও কি প্রেমিক হয়ে গেলাম! প্রেমে পড়ে শুকনো পাতায় দিনগুনে, আমিও কি স্তব্ধ হয়ে গেলাম তোর মতো! তোর ঠোঁটের তিলটা আজকাল বড় মলিন, মলিন তোর হৃদয়ের কাশফুলে আগমনী রং! আমি আর পারছি না সত্যি তোর কষ্টের রক্তে চান করতে! তোর জমানো কবিতাগুলো আমি দেখি নি, দেখি নি তোর শরীরের ভাঁজে থাকা লুকোনো প্রেম! শুধু খুঁজেছি আর খুঁজে চলেছি তোর স্বপ্ন তোর স্পর্শ অন্ধ প্রেমিকের মতো! দিনে রাতে প্রতি গলিতে ফুটপাথে, শুধু তোকে ছুঁতে চেয়েছি পাগলের মতো! আয় আমার এই নোঙরা শহরে থাকা কষ্ট নগরীতে দিয়ে যে আমায় তোর ইতিহাসের পাতাগুলো! ধ্বংসস্তুপের মতো জমতে থাকুক সভ্যতা আর নিয়ে যা জংলি হৃদয়ের; আদিম সভ্যতা! সবুজে মোড়া কার্পেটে হেটে যা হাসির শহরে, আমাকে একটু আদর করে যা!!